ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইংল্যান্ডকে নির্দয় হতে বললেন রুট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৯ ফেব্রুয়ারি ২০২১  
ইংল্যান্ডকে নির্দয় হতে বললেন রুট

ভারতের মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২২৭ রানে জিতেছে ইংল্যান্ড। চেন্নাইয়ে প্রথম টেস্টে জো রুটের ডাবল সেঞ্চুরির পর স্পিনারদের নৈপুণ্যে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা। তবে দলকে আত্মতৃপ্তিতে ভুগতে বারণ করলেন অধিনায়ক। ভারতের অস্ট্রেলিয়া সফরের কথা মনে করিয়ে দিয়ে সতীর্থদের নির্দয় হতে বললেন রুট।

চেপুকে শেষ দিন চা বিরতির আধঘণ্টা আগে ইংল্যান্ড জয় নিশ্চিত করে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এটাই দেশের মাটিতে বিরাট কোহলিদের প্রথম পরাজয়। কিন্তু এই ধাক্কা কাটিয়ে ওঠার দৃঢ়তা যে ভারতের আছে, তার প্রমাণ তারা দিয়েছে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ে। শেষ তিন ম্যাচে ভারতের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন রুট।

ম্যাচ শেষে রুট বলেছেন, ‘এটা নিশ্চিতভাবে খুব ভালো জয়। কিন্তু সিরিজ অনুযায়ী এটা কেবল শুরু। ভারত চমৎকার দল, বিশেষ করে এই কন্ডিশনে এবং তারা গর্বিত জাতি। তারা আমাদের বিপক্ষে কঠিনভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু ১-০ তে এগিয়ে থাকা সত্যিই ভালো। এই সপ্তাহে আমরা যেভাবে খেলেছি তাতে অনেক গর্ব হচ্ছে।’

এখনও দলে উন্নতির অনেক জায়গা আছে মনে করেন ইংলিশ অধিনায়ক, ‘আমরা আমাদের অবস্থান তৈরি করেছি এবং আমাদের কিছু কাজ আছে। এখনও অনেক উন্নতির জায়গা আছে এবং এটা আমাকে রোমাঞ্চিত করে।’

১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এই ভেন্যুতেই শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানে দলকে সর্বোচ্চটা দিয়ে খেলতে বললেন রুট, ‘দ্বিতীয় টেস্টে যদি আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পাই, তাহলে আমাদের তা দুই হাতে লুফে নিতে হবে। চলো আমরা নির্দয় হই এবং আবারও ভালো করতে যা করার তাই করি, আরও ভালো কিছু। তারা খুব ভালো দল, আমরা তা জানি। এই সপ্তাহে আমরা যা দেখেছি তার চেয়ে কম কিছু করা যাবে না। এই সিরিজের বাকিঅংশে আমরা আসল লড়াইয়ের প্রত্যাশা করি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়