ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১০৯ বছরের পুরোনো রেকর্ড ছুঁলো ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:১১, ১০ ফেব্রুয়ারি ২০২১
১০৯ বছরের পুরোনো রেকর্ড ছুঁলো ম্যানইউ

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে স্বস্তির এই জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা এবং ছুঁয়েছে ১০৯ বছরের পুরোনো রেকর্ড।

এই প্রতিযোগিতায় ম্যানইউ তাদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য। ওল্ড ট্র্যাফোর্ডে এ নিয়ে টানা নয়টি এফএ কাপের ম্যাচে জিতলো রেড ডেভিলরা, যেই রেকর্ডটি তারা আগে গড়েছিল ১৯০৮ থেকে ১৯১২ সাল পর্যন্ত। ১০৯ বছর আগের সেই কীর্তিতে এবার ভাগ বসালো ম্যানচেস্টার ক্লাব।

৯৭তম মিনিটে স্কট ম্যাকটোমিনের একমাত্র গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়। তাতে গত তিনবারের মতো এবারও ম্যানইউর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিলো ওয়েস্ট হ্যাম। এর আগে ২০০৩, ২০১৩ ও ২০১৬ সালে তাদের বিদায় করে ম্যানচেস্টার ক্লাব।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়