ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এক জয়ে ম্যানসিটির রেকর্ড ও গার্দিওলার মাইলফলক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১১ ফেব্রুয়ারি ২০২১  
এক জয়ে ম্যানসিটির রেকর্ড ও গার্দিওলার মাইলফলক

এফএ কাপের পঞ্চম রাউন্ডে ৩-১ গোলে সোয়ানসি সিটিকে হারিয়ে বুধবার ঐতিহাসিক রাত উদযাপন করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম কোনও ইংলিশ শীর্ষ সারির ক্লাব হিসেবে তারা সব প্রতিযোগিতা মিলে টানা ১৫তম জয়ের রেকর্ড গড়েছে। একই দিন সিটিজেনদের কোচ হিসেবে পেপ গার্দিওলা পঞ্চম মৌসুমে এসে দেখা পেয়েছেন দুইশতম জয়ের।

গত ডিসেম্বর থেকে ম্যানসিটির এই উত্থান শুরু। ১৫ ডিসেম্বর ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিওনের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে হতাশ হয়েছিল তারা। যে কোনও প্রতিযোগিতায় তাদের জিততে ব্যর্থ হওয়ার ওটাই শেষ ঘটনা। প্রিমিয়ার লিগে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে এখন শীর্ষে তারা। লিগে টানা ১০টি জয় পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানইউর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ম্যানসিটি, খেলেছেও একটি ম্যাচ কম।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এই ম্যাচে প্রমাণ হলো এই খেলোয়াড়রা কত বিশেষ এবং আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। এখন (এই রেকর্ড) আমাদের এবং এটা নিশ্চয় ভাঙবে। কারণ খেলা এমনই। কিন্তু আমার কাছে এটা অনেক অর্থবহ।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়