ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রুটকে বিশ্বসেরা ব্যাটসম্যান মানতে আপত্তি গাভাস্কারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২১
রুটকে বিশ্বসেরা ব্যাটসম্যান মানতে আপত্তি গাভাস্কারের

উপমহাদেশীয় কন্ডিশনে অবিশ্বাস্য খেলছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিন টেস্টে করেছেন ৬৮৪ রান। তাতে র‌্যাংকিংয়ে উঠে এসেছেন তিন নম্বরে, ২০১৭ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ ৮৮৩ রেটিং পয়েন্ট পেয়েছেন। অসাধারণ পারফরম্যান্সের পরও বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথের পাশে এই ব্যাটসম্যানকে দেখছেন না সুনীল গাভাস্কার।

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন রুট। এশিয়ায় খেলা শেষ তিনটি টেস্টেই তিন অঙ্কের ঘরে রান করেছেন। প্রথম টেস্টে ভারতীয় আক্রমণের সামনে করেছেন চমৎকার ব্যাটিং এবং খেলেছেন ২১৮ রানের ম্যাচ জয়ী ইনিংস। এর আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ করার পথে দুই ম্যাচে ২২৮ ও ১৮৬ রান করেন। এই ধারাবাহিক পারফরম্যান্সের পরও তাকে বিশ্বসেরা ব্যাটসম্যান মানতে নারাজ সাবেক ভারতীয় ব্যাটিং গ্রেট গাভাস্কার।

বর্তমান সময়ের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান স্মিথ, কোহলি ও উইলিয়ামসনকে রুটের চেয়ে এগিয়ে রাখছেন গাভাস্কার, ‘সে খুব খুব ভালো। কিন্তু আমি মনে করি না সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। এর জন্যে চার প্রতিদ্বন্দ্বী আছে এবং তাদের মধ্যে সেও আছে। কিন্তু আমি মনে করি অন্য তিন জনের চেয়ে পেছনে আছে রুট।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়