ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এপ্রিলে মাঠে ফিরতে পারে ঘরোয়া ক্রিকেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২১
এপ্রিলে মাঠে ফিরতে পারে ঘরোয়া ক্রিকেট

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও শুরু হয়নি ঘরোয়া ক্রিকেট। গেলো বছরের মার্চের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেটসহ সবধরনের খেলা বন্ধ হয়। এখন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় সামনের এপ্রিলে মাঠে গড়াতে পারে বহু ক্রিকেটারের রুটি-রুজির এই খেলা।

এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক আকরাম খান। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এমন কিছু নিয়ে (এপ্রিলে শুরু করা) আমরা আলাপ করছি। বৃষ্টির ও আমাদের মৌসুমের একটা ব্যাপার আছে। যেগুলো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আমরা সেগুলো করার আপ্রাণ চেষ্টা করছি।’ 

বিসিবি প্রেসিডেন্টনস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সফলভাবে আয়োজনের কথা মনে করিয়ে আকরাম বলেছেন, ‘ক্লাব ক্রিকেটটা আমাদের জন্য একটু কঠিন হবে। বিভিন্ন ভেন্যুতে খেলা হবে, মাঠও লাগবে অনেক। তখনই বোর্ড প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারা যায়। ভ্যাাকসিন আসলে আমরা তা দিয়ে দেবো। ঝুঁকি নিয়ে থাকতে চাই না।’

গতবছরের মার্চে দুই রাউন্ড খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম শুরু হওয়া বাকি। সবকিছু মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটারদের আয়ের পথ বন্ধ দীর্ঘদিন ধরে।

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রেখে বিসিবি আয়োজন করে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এভাবে কোনও টুর্নামেন্ট আয়োজন বেশ ব্যয়বহুল। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের সব দলের খেলোয়াড়কে এক ছাদের নীচে রেখে ঘরোয়া ক্রিকেট আয়োজনও বেশ কষ্টসাধ্য। এ সব কারণের কথা বলে বিসিবি এর আগে জানিয়েছিল ভ্যাকসিন না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেট চালু করা সম্ভব না।

ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় বিসিবি শোনালো আশার বাণী। আকরাম বলেন, ‘এখন আমরা শুধু জাতীয় দলের খেলোয়াড়দের (করোনা ভ্যাকসিন) দিচ্ছি, যারা নিউ জিল্যান্ড সফরে যাবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বাকিদের দিয়ে আমরা ঘরোয়া টুর্নামেন্ট শুরু করবো।‘

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়