Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৪ জুন ২০২১ ||  আষাঢ় ১০ ১৪২৮ ||  ১২ জিলক্বদ ১৪৪২

ধোনির পাশে কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২১
ধোনির পাশে কোহলি

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২২৭ রানের হারে মহেন্দ্র সিং ধোনিকে ছোঁয়া হয়নি ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তবে দ্বিতীয় টেস্টে ৩১৭ রানের জয়ে সাবেক অধিনায়কের পাশে বসলেন তিনি।

টেস্ট অধিনায়ক হিসেবে দেশের মাটিতে এটি ছিল কোহলির ২১তম জয়। ধোনিও নিজের দেশে ২১টি জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। চার ম্যাচের সিরিজে সমতা ফেরানো ম্যাচটি জিতে সেই রেকর্ডের ভাগীদার হলেন কোহলি।

ইংল্যান্ড সিরিজে আরও দুটি ম্যাচ বাকি। তাই কোহলির সামনে সুযোগ এই সিরিজেই ধোনিকে ছাড়িয়ে যাওয়ার।

একই ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তিনিই ষষ্ঠ অধিনায়ক, যার নেতৃত্বে বোলাররা টেস্টে এক হাজারের বেশি উইকেট পেয়েছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে তৃতীয় টেস্ট। সিরিজের শেষ ম্যাচটি হবে ৪ মার্চ।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়