Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

রিয়ালকে হতাশ করলেন এমবাপে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২১  
রিয়ালকে হতাশ করলেন এমবাপে!

রিয়াল মাদ্রিদ আক্রমণভাগে একজন তুখোড় খেলোয়াড়কে চায়। এই চাহিদার তালিকায় তাদের প্রথম পছন্দ কিলিয়ান এমবাপে। তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার ব্যাপারে তৎপর দেখা গেছে মাদ্রিদ ক্লাবকে। আগামী ২০২২ সালের জুন যে কবে আসবে, সেই অপেক্ষায় হয়তো বসে আছে স্প্যানিশ জায়ান্টরা। পিএসজির সঙ্গে যে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ওই সময়। কিন্তু ফরাসি স্ট্রাইকার হতাশই করলেন রিয়ালকে।

বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে ৪-১ গোলে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে হ্যাটট্রিকের পর এমবাপে সোজাসাপ্টা জানিয়ে দিলেন, প্যারিসে তিনি সুখে আছেন। আর যে ফর্মে আছেন, তাতে করে তার সঙ্গে নতুন চুক্তি করতে দ্বিতীয়বার ভাববে না পিএসজি।

ন্যু ক্যাম্পে মঙ্গলবার দলের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ গোল করেন এমবাপে। ম্যাচ শেষে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথাও বলেন ২২ বছর বয়সী স্ট্রাইকার, ‘আমি সবসময় বলেছি যে এখানে আমি সুখে আছি। আর এই ধরনের ম্যাচ তো সুখ আরও বাড়িয়ে দেয়। পিএসজির জার্সি আমি সবসময় হৃদয়ের খুব কাছে রাখি। আমি সুখী। আমার সেরাটা দিতে চাই সবসময়। আজ আমার কঠোর পরিশ্রমের সুফল পেলাম।’

মঙ্গলবার বার্সেলোনার কাছে হেরে গেলে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতেন না, এমন গুজবের প্রতিক্রিয়ায় এমবাপে বলেছেন, ‘শুধু একটি ম্যাচ দিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা নেয়া হতো বোকামি। সত্যি কথা হচ্ছে, এটা দীর্ঘমেয়াদী ব্যাপার।’

১৯৯৭ সালে আন্দ্রে শেভচেঙ্কোর পর ন্যু ক্যাম্পে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন এমবাপে। ক্যারিয়ারে প্রথমবার কাতালানাদের বিপক্ষে মুখোমুখি হয়ে তাদের মাটিতে বাজিমাত করেছেন তিনি। ফরাসি স্ট্রাইকারের জাতীয় দলের সতীর্থ ও তার দলের কাছে হেরে যাওয়া বার্সার ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিয়েজমান বলেছেন, ‘কিলিয়ান এমবাপের দারুণ রাত ছিল এটা। পিএসজির আছে ভবিষ্যতের একজন সেরা তারকা, যে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্যায়ে থাকবে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়