ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্চে ক্যারিবিয়ান দ্বীপে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২১  
মার্চে ক্যারিবিয়ান দ্বীপে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

করোনা মহামারির পর গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর দিয়ে খুলেছিল আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। এরপর সবচেয়ে বেশি সময় জৈব সুরক্ষা বলয়ে থেকে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ সফর করেছে ক্যারিবিয়ানরা। এবার সেই দেশটিই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে মার্চে, অতিথি শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। আয়ারল্যান্ড গিয়েছিল ক্যারিবিয়ান দ্বীপে। এক বছরেরও বেশি সময় পর আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।

অ্যান্টিগায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে এই তিনটি সিরিজ। আগামী ৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে এতদিন শুধু ঘরোয়া ক্রিকেট খেলা হয়েছে।

একই ভেন্যুতে ৫ ও ৭ মার্চ হবে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৪ মার্চ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে, যা বিশ্বকাপ সুপার লিগের অংশ। কুলিজ ক্রিকেট মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হবে দুটি টেস্ট ম্যাচ- ২১ মার্চ ও ২৯ এপ্রিল। আগামী ২৩ ফেব্রুয়ারি ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়