ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২১  
শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচের পদত্যাগ

গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে দুই টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থা ডি মেল পদত্যাগ করেছিলেন। ক্যারিবিয়ান দ্বীপ সফরের আগে এবার পদত্যাগ করলেন দলের ফাস্ট বোলিং কোচ ডেভিড সেকার।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সেকারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে দলটির পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সেকার।

৫৪ বছর বয়সী সেকার এর আগে বেশ কয়েকটি দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছিলেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে সফল অধ্যায় ছিল তার। সেকারের ওই মেয়াদে ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় তিন বছর অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের বোলিং কোচ এবং বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসেরর প্রধান কোচের ভূমিকাতেও ছিলেন সেকার।

কয়েক দিনের মধ্যে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৩ মার্চ থেকে শুরু হবে এই পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়