ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোনালদিনহোর মাতৃবিয়োগ

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২১
রোনালদিনহোর মাতৃবিয়োগ

মা হারালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ৭১ বছর বয়সী মিগেলিনা ডস সান্তোস দেড় মাস আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ব্রাজিলের শীর্ষ পত্রিকা গ্লোবো খবরটি নিশ্চিত করে। 

গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ভক্ত-সমর্থকদের কাছে মায়ের জন্য প্রার্থনা চেয়েছিলেন রোনালদিনহো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তখন পোর্তো আলেগ্রের হাসপাতালে ভর্তি ছিলেন মিগেলিনা ডস সান্তোস। রোনালদিনহোর প্রতি সমবেদনা জানিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব। 

গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়েছিলেন রোনালদিনহোও। শরীরে উপসর্গ দেখা না গেলেও তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে। 

গত বছর প্যারাগুয়েতে জাল পাসপোর্ট কাণ্ডে পাঁচ মাস দেশের বাইরে ছিলেন রোনালদিনহো। প্যারাগুয়েতে পুলিশের নজরবন্দীতে এক হোটেলে হাউজ অ্যারেস্ট ছিলেন ছোট ভাইসহ। পরবর্তীতে মুচলেকা দিয়ে আগস্টে দেশে ফেরেন তারা। 

ব্রাজিলিয়ান সাবেক তারকা নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সে ভাস্বর রোনালদিনহো ব্যালন ডি’অর ট্রফিও নিজের করে নিয়েছিলেন। 

প্রসঙ্গত, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যেও ব্রাজিল শীর্ষ দিকের তালিকায়। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়