ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হেসেখেলে জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২১
হেসেখেলে জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন জয়

১৮তম গ্র্যান্ডস্ল্যাম জিতে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের খুব কাছে নোভাক জোকোভিচ। 

রোববার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালে অনায়েস জয় পায় সার্বিয়ান তারকা। সরাসরি সেটে তিনি হারান রাশিয়ান দানিল মেদভেদেভকে। প্রথম সেটে খানিকটা প্রতিরোধ গড়লেও পরের দুই সেটে স্রেফ উড়ে যান মেদভেদেভ। ৭-৫, ৬-২, ৬-২ গেমে ম্যাচ জেতেন ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান।

টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জোকোভিচ। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন মেদভেদেভ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে রাশিয়ান পারেননি সেরা খেলা উপহার দিতে। 

কথায় আছে, অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ প্রথম সেট জিতলে তাকে হারানো এককথায় অসম্ভব। কথা মতো সবই হলো।সার্বিয়ান তারকাকে প্রথম সেটে আটকে রেখেছিলেন মেদভেদেভ। তবুও ফলাফল ৭-৫। পরের দুই সেটে ৬-২ ব্যবধানে জিতে স্ক্রিপ্ট অনুযায়ী পারফর্ম করেছেন জোকোভিচ। ম্যাচের মোট পয়েন্টের ৭৩ শতাংশ পেয়েছেন সার্ভ থেকে। ১১ ব্রেক পয়েন্টের ৭টিই কাজে লাগিয়েছেন।

এবারের ফাইনাল জিতে অন্যরকম এক রেকর্ডও গড়লেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে মোট নয়বার ফাইনালে উঠেছেন তিনি। কোনোবারই শিরোপা হাতছাড়া হয়নি তার। এবার ফিটনেস নিয়ে খানিকটা জড়তা থাকলেও ফাইনালে তেমন চাপে পড়তে হয়নি তাকে। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়