ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চতুর্থ এটিএন বাংলা গোল্ডকাপ শুক্রবার শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২১  
চতুর্থ এটিএন বাংলা গোল্ডকাপ শুক্রবার শুরু

এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো দিনাজপুরে শুরু হচ্ছে ‘এটিএন বাংলা গোল্ডকাপ-২০২১’ । এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আটটি দল নিয়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হবে এই টুর্নামেন্ট। যা মার্চে শেষ হবে।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার এটিএন বাংলার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও এটিএন বাংলা গোল্ডকাপ-২০২১ এর আহ্বায়ক মো. জহির শাহ।

সংবাদ সম্মেলনে জহির শাহ বলেন, ‘আমরা রংপুর বিভাগের আটটি জেলা দল নিয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু করবো এটিএন বাংলা গোল্ডকাপের চতুর্থ আসর। মহামারি করোনার কারণে এবার আমরা অন্যান্য জেলা দলগুলোকে আমন্ত্রণ জানাতে পারছি না। করোনার কারণে সীমিত আকারে এবারের টুর্নামেন্ট আয়োজিত হলেও জনপ্রিয়তার কোনো কমতি থাকবে না।’

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এটিএন বাংলা গোল্ডকাপের এই আসরের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। ধারাবাহিকভাবে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করা সত্যিই গর্বের বিষয়। কিশোর-যুবাদের খেলাধুলামুখী করতে এই ধরনের আয়োজনের বিকল্প নেই। আমরা ওয়ালটন পরিবার ভবিষ্যতেও চেষ্টা করবো এই ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার।’

ড. মাহফুজুর রহমান বলেন, ‘ফুটবল আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে। আমরা চাই ফুটবল তার হারানো গৌরব ফিরে পাক। তার জনপ্রিয়তা ধরে রাখুক। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফুটবলসহ অন্যান্য খেলাগুলোকে চালিয়ে রাখার চেষ্টা করছি। দিনাজপুরে আগের তিন আসরে অনেক লোকের সমাগম হয়েছিল। স্টেডিয়ামে তিল ধারনের ঠাঁই ছিল না। এবার যেহেতু এখনো করোনার সমস্যা যায়নি, তাই এবার সীমিত আকারে আমরা এই টুর্নামেন্টটি করতে বাধ্য হচ্ছি। তবে আমরা যখন খেলাটিকে লাইভ দেখাবো তখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের প্রায় সবাই খেলাটি দেখতে পারবে।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো দল তিনবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে গোল্ডকাপটা দিয়ে দিবো। আর যদি অন্য কোনো দল চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে ডামি ট্রফিটা দিয়ে দিবো।’

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়