ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের খেলা নাকি আইপিএল, দ্বিধায় মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২১  
বাংলাদেশের খেলা নাকি আইপিএল, দ্বিধায় মোস্তাফিজ

দেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসানের আইপিএল খেলার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাঁহাতি অলরাউন্ডারের মতো ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমানও যদি এই টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যেতে অপারগতা প্রকাশ করেন, তাকেও আটকানো হবে না নিশ্চিত করেছে বিসিবি। দেশের ক্রিকেট নিয়ন্তা সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার মিরপুর শের-ই-বাংলায় এ কথা বলেন।

রাজস্থান রয়্যালসের হওয়া মোস্তাফিজ বাংলাদেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে যাবেন কি না, তা নিয়ে এখনও দ্বিধান্বিত তিনি। বাঁহাতি পেসার আজ মিরপুরে বিসিবি সভাপতির সঙ্গে দেখাও করেছিলেন। আইপিএল খেলতে যাবেন কি না জানতে চেয়েছেন! তার কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে নাজমুল জানালেন, ‘মোস্তাফিজ আজ এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আইপিএলে সে যাবে কি না জানতে চায়। আমি বলেছি দেখ, এখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি খেলতে না চাও কিংবা যদি খেলতে চাও তাহলে আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। বার্তাটা সবার জন্য, একদম পরিষ্কার। এটা কোন বিশেষ ব্যক্তির জন্য না, এটা শুধু সাকিবের জন্য কোনও সিদ্ধান্ত না। এটা সবার জন্যই সমান।’

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টে খেলবেন না সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুইবার চ্যাম্পিয়নশিপ জেতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব।

আর দুই আসর পর আবার আইপিএলে ফিরছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ভারতীয় এক কোটি রুপি। প্রথমেই বিড করে রাজস্থান এবং ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় দলটি।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়