ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আতালান্তা ম্যাচে নেই রিয়ালের সর্বোচ্চ গোলদাতা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২১
আতালান্তা ম্যাচে নেই রিয়ালের সর্বোচ্চ গোলদাতা

এই মৌসুমে দলের ৩৪ শতাংশ গোল এসেছে যার কাছ থেকে, সেই করিম বেনজেমাকে ছাড়া চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলবে রিয়াল মাদ্রিদ। আগামীকাল মঙ্গলবার আতালান্তার মাঠে নামছে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। ফরাসি ফরোয়ার্ডকে বাদ দিয়ে এই ম্যাচের জন্য তারা দল ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার চোটে পড়েন বেনজেমা। তাকে ছাড়া রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমায় রিয়াল। কিন্তু চ্যাম্পিয়নস লিগেও তাকে দলে না পাওয়ার খবরে বড় ধাক্কা খেলো মাদ্রিদ ক্লাব। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৭ গোল করে দলের শীর্ষ গোলদাতা তিনি।

ইতালির বারগামোতে মাঠে নামার আগে জিনেদিন জিদান পাচ্ছেন না তার ৯ জন প্রথম সারির খেলোয়াড়কে। সার্জিও রামোস, এডেন হ্যাজার্ড, ফেদে ভালভার্দে ও রোদ্রিগোর সঙ্গে এবার অনুপস্থিতির তালিকায় যুক্ত হলেন বেনজেমা। জিদান অবশ্য আশাহত হচ্ছেন না, ‘আমাদের যা আছে তা নিয়েই আমরা ভালোভাবে প্রস্তুত হবো।’

সিনিয়রদের অনুপস্থিতিতে এই ম্যাচের দলে জায়গা পেয়েছেন মাদ্রিদের কাস্তিয়া কিংবা বি দলের ছয় খেলোয়াড়।

রিয়াল স্কোয়াড: 

গোলকিপার- থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন, ডিয়েগো আলতুবে; 

ডিফেন্ডার- রাফায়েল ভারানে, নাচো ফার্নান্দেজ, ফার্লান্দে মেন্দি, ভিক্তর চাস্ত, মিগুয়েল গুতিয়েরেজ; 

মিডফিল্ডার- টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরো, ইসকো, সার্জিও আরিবাস, আন্তোনিও ব্লাঙ্কো; 

ফরোয়ার্ড- মার্কো আসেনসিও, লুকাস ভাসকেজ, ভিনিসিউস জুনিয়র, মারিয়ানো দিয়াজ ও উগো দুরো।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়