ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আইসিসির কাছে আফ্রিদির প্রশ্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
আইসিসির কাছে আফ্রিদির প্রশ্ন

করোনাভাইরাস মহামারিতে লম্বা সময় স্থগিত থাকার পর গত জুলাইয়ে ফিরেছিল ক্রিকেট। তবে নানা স্বাস্থ্যবিধি মেনে মাঠে ফেরেন ক্রিকেটাররা। করোনাভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরোপিত একটি নিয়ম ছিল বল করার সময় বোলারদের ক্যাপ ও সোয়েটার নিজের কাছে রাখতে পারবেন না আম্পায়াররা। 

এই নিয়মের সঙ্গে প্রায় প্রত্যেক ক্রিকেটার মানিয়ে নিলেও পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির বেশ আপত্তি রয়েছে। তার দাবি ক্রিকেটার ও আম্পায়ারদের সবাই একই জৈব সুরক্ষা বলয়ে থাকছেন। তাহলে আম্পায়াররা কেন বোলারদের ক্যাপ নিতে পারবেন না? বুধবার টুইটারে তিনি প্রশ্ন রাখেন আইসিসির কাছে, ‘প্রিয় আইসিসি, আমি বুঝতে পারছি না কেন আম্পায়াররা বোলারদের ক্যাপ গ্রহণ করতে পারবেন না। আমরা প্রত্যেকেই তো একই জৈব সুরক্ষা বলয়ে আছি। শুধু আমরাই নই, ম্যানেজমেন্টও রয়েছে। এমনকি আমরা ম্যাচ শেষে হাতও মেলাচ্ছি।’

করোনা পরবর্তী সময়ে আইসিসি যে গাইডলাইন দিয়েছিল তাতে ছিল, ‘খেলোয়াড় ও আম্পায়াররা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে। আম্পায়াররা খেলোয়াড়দের কোনও জিনিস যেমন- ক্যাপ, তোয়ালে, সানগ্লাস, সোয়েটার গ্রহণ করতে পারবে না।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়