Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৩ এপ্রিল ২০২১ ||  চৈত্র ৩০ ১৪২৭ ||  ২৯ শা'বান ১৪৪২

দারুণ সাফল্যে নিসার-হিরওয়ানির পাশে অক্ষর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
দারুণ সাফল্যে নিসার-হিরওয়ানির পাশে অক্ষর

নিসার, হিরওয়ানি ও অক্ষর (বাঁ থেকে ডানে)

চেন্নাইয়ে অভিষেক টেস্টে অবিশ্বাস্য পারফরম্যান্স নিজ ঘরের ম্যাচেও ধরে রাখলেন অক্ষর প্যাটেল। আহমেদাবাদে মোতেরায় দ্বিতীয় টেস্টে ৩৮ রানে ৬ উইকেট তুলে নেন তিনি। জীবনের প্রথম দুই টেস্টের দুটিতেই পাঁচ উইকেটের রেকর্ড গড়লেন ভারতের এই বাঁহাতি স্পিনার। তাতে করে মোহাম্মদ নিসার ও নরেন্দ্র হিরওয়ানির পাশে বসলেন তিনি।

অক্ষর চেন্নাই টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। আর ৬০ রানে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ধসিয়ে দিয়ে নিশ্চিত করেন দুর্দান্ত জয়। ক্যারিয়ারের প্রথম দুটি ম্যাচে ফাইফারের কীর্তি গড়া তৃতীয় ভারতীয় বোলার তিনি, এর আগে যে কীর্তি ছিল সাবেক ডানহাতি ফাস্ট বোলার নিসার ও লেগস্পিনার হিরওয়ানির।

১৯৩২ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষেক হয় নিসারের। প্রথম ইনিংসেই নেন পাঁচ উইকেট। পরের বছর ডিসেম্বরে মুম্বাইয়ে ইংলিশদের বিপক্ষেই জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তিনি। ওই ম্যাচেও প্রথম ইনিংসে ফাইফার নেন সাবেক এই ফাস্ট বোলার।

হিরওয়ানির ভারতীয় দলের হয়ে অভিষেক হয় ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে দুটি ইনিংসেই আটটি করে উইকেট পেয়েছিলেন তিনি। একই বছরে জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৯ রানে ৬ উইকেট নেন।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletলকডাউন: ১৪-২১ এপ্রিল। যা যা চলবে: ১. বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিস। ২. পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না ৩. শিল্প-কারখানা ৪. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন, কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভূত থাকবে। ৫. ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ৬. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। ৭. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে || যা যা বন্ধ থাকবে: ১. সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২. সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে ৩. শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে