ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার টিকা নিলেন জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১ মার্চ ২০২১  
করোনার টিকা নিলেন জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টিকা গ্রহণ করেন তিনি।

এই সময় তার সঙ্গে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন দেশের ফুটবল অঙ্গনে সবার আগে টিকা নিয়েছিলেন। তার পথেই হাঁটেন জাতীয় দলের অন্য ফুটবলাররা।

করোনা টিকা নিয়ে নিজের সন্তুষ্টি ও সার্বিক ব্যবস্থাপনাকে ‘চমৎকার’ বলেছেন জেমি, ‘দারুণ কার্যক্রম। খুবই ভাগ্যবান যে টিকা গ্রহণ করতে পেরেছি। সুস্থ আছি। এখনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আশা করছি সামনের দিনগুলোতে সুস্থ থাকতে পারবো।’

গত নভেম্বরের মাঝামাঝিতে নেপালের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ চলাকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন জেমি। দুই সপ্তাহ ধরে আইসোলেশনে থাকার পর ৩০ নভেম্বর পঞ্চম পরীক্ষায় তার নেগেটিভ আসে। তারপরই সোজা চলে যান কাতারে, যেখানে তাকে ছাড়া স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়