Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

কোহলি এই সময়ের নায়কের মতো: ওয়াহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১ মার্চ ২০২১  
কোহলি এই সময়ের নায়কের মতো: ওয়াহ

ভারতীয় ক্রিকেট দলের চেহারা পাল্টে দিয়েছেন বিরাট কোহলি। এমনটাই মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান প্রশংসায় ভাসালেন ভারতের বর্তমান অধিনায়ককে।

৪১ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়কদের একজন ওয়াহ। তার মুখ থেকে প্রশংসা শুনলেন কোহলি। অজিদের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, নতুন মনোভাব দিয়ে ভারতের বর্তমান অধিনায়ক পাল্টে দিয়েছেন পুরো দলকে। তার সতীর্থদের মনে এমন বিশ্বাস স্থাপন করেছেন, যাতে তারা প্রতিপক্ষের চাপে পিষ্ট না হয়ে বরং সব বাধা উতরে যেতে সম্থ।

নিজের সর্বশেষ ডকুমেন্টারি ‘ক্যাপচারিং ক্রিকেট: স্টিভ ওয়াহ ইন ইন্ডিয়া’তে এমন মন্তব্য করেছেন ওয়াহ। কোহলিকে ‘এই সময়ের নায়কের মতো’ উল্লেখ করেছেন সাবেক অজি অধিনায়ক, ‘কোহলির যে বিষয়টি পছন্দের তা হলো ভারতে নতুন মনোভাব ঢুকিয়ে দেওয়া- লেগে থাকা এবং ভীত না হওয়া। সবকিছু গ্রহণ করা এবং যে কোনও কিছু অর্জনযোগ্য এবং সম্ভব। সে এই সময়ের নায়কের মতো।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়