ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উইকেট পতনের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের লিড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২ মার্চ ২০২১   আপডেট: ২৩:২৫, ২ মার্চ ২০২১
উইকেট পতনের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের লিড

মুজারাবানি ধসিয়ে দেন আফগানিস্তানকে

টেস্টে আফগানিস্তান ও জিম্বাবুয়ের প্রথম দেখায় উইকেটবর্ষণ হলো আবুধাবিতে। মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে পড়েছে ১৫ উইকেট। ২০১৪ সাল থেকে এশিয়ার মাটিতে প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড হলো এই দিন। তবে দিন শেষে স্বস্তি খুঁজে পাচ্ছে জিম্বাবুয়ে, ৫ উইকেট হাতে রেখে ২ রানের লিড তাদের।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দুই ডানহাতি ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। ৪৭ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে ৩৮ রানের মধ্যে ৪ উইকেট হারালেও অধিনায়ক শন উইলিয়ামসের অপরাজিত হাফসেঞ্চুরিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে। ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে দিন শেষ করেছে তারা।

প্রথম দুই ওভারে ওপেনার আব্দুল মালিক ও রহমত শাহকে ফিরিয়ে শুরুর ধাক্কা দেন মুজারাবানি। ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। তা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। উইকেট শিকারের লড়াইয়ে মুজারাবানির সঙ্গে পাল্লা দেন নিয়াউচি। ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তারা দুজন।

আমিরের ঘুর্ণিতে বিপাকে পড়েছিল জিম্বাবুয়ে

আফগান উইকেটকিপার ব্যাটসম্যান আফসার জাজাই ইনিংস সেরা ৩৭ রান করেন। ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান। এছাড়া মুনির আহমেদ (১২), অধিনায়ক আসগর আফগান (১৩) ও আমির হামজা (১৬*) দুই অঙ্কের ঘরে রান করেন।

মুজারাবানি চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার। দুটি উইকেট পান নিয়াউচি।

ম্যাচে অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খানের অভাব বুঝতে দেননি আমির হামজা। ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার চারটি উইকেট নিয়ে জিম্বাবুয়ের রানের লাগাম টেনে ধরেছিলেন। ক্রিজে ভয়ঙ্কর হয়ে ওঠা উইলিয়ামস ও সিকান্দার রাজার পঞ্চাশ ছাড়ানো জুটি ভাঙেন আমির। ৭১ রানের এই জুটি ভেঙে সিকান্দারকে (৪৩) ৭ রানের আক্ষেপে পোড়ান তিনি।

তবে ৭১ বলে ফিফটি হাঁকিয়ে দলের হাল ধরেছেন উইলিয়ামস। ৫৪ রানে অপরাজিত তিনি। ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে লিড এনে দেওয়ার পথে অধিনায়ক সঙ্গী হিসেবে পেয়েছেন রায়ান বার্লকে (৮*)।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়