ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্বকাপ জয়ের সমান’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২ মার্চ ২০২১   আপডেট: ২২:৪৯, ২ মার্চ ২০২১
‘টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্বকাপ জয়ের সমান’

প্রথমবার আয়োজিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে আর এক ধাপ দূরে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চতুর্থ ম্যাচে হার এড়াতে পারলেই নিউ জিল্যান্ডের পর লর্ডসের টিকিট পাবে তারা। এমন অর্জনের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত হওয়া স্বাভাবিক। ইশান্ত শর্মার মতো এ নিয়ে আবেগ লুকালেন না ভারতের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানেও।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেওয়া রাহানে বললেন, জুনে হতে যাওয়া লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা কোনও অংশেই বিশ্বকাপ জয়ের চেয়ে কম হবে না। আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট খেলার আগের দিন ইশান্ত বলেছিলেন, ‘আমি শুধু এক ফরম্যাটে খেলি, তাই আমার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের মতো। যদি আমরা ফাইনালে উঠি এবং জিততে পারি তাহলে সেই অনুভূতিটা হবে বিশ্বকাপ জয়ের মতো।’

২-১ এ এগিয়ে থেকে বৃহস্পতিবার চার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলবে ভারত। এই ম্যাচের আগে ইশান্তের সুরে সুর মেলালেন রাহানে, ‘অবশ্যই, ইশান্ত তার বক্তব্যে সব স্পষ্ট করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা হবে বিশ্বকাপ জয়ের সমান। আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি, তবে এখন আমাদের পুরো মনোযোগ ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট খেলায়। ইশান্ত সম্পূর্ণ সঠিক ছিল।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়