ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তাড়াহুড়ো করে ফেরা ভুল হয়েছে বললেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৮:১৯, ৩ মার্চ ২০২১
তাড়াহুড়ো করে ফেরা ভুল হয়েছে বললেন ওয়ার্নার

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ে ডাইভ দিয়ে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তাতে সীমিত ওভারের সিরিজের বাকি ম্যাচগুলো ছাড়াও প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। তবে দলের কঠিন পরিস্থিতিতে শেষ দুই টেস্টে ফেরেন। কিন্তু তাড়াহুড়ো করে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা যে ভুল ছিল তা এতদিন পর স্বীকার করলেন ওয়ার্নার।

অ্যাডিলেডে দুর্দান্ত জয়ের পর মেলবোর্নে হেরে যায় ভারত। চোট কাটিয়ে যথেষ্ট ফিটনেস ফিরে না পেয়েও সিডনিতে দলে ঢোকেন ওয়ার্নার। খেলেন ব্রিসবেনেও। কিন্তু খুব বেশি অবদান রাখতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে তার ব্যাটে আসে ৫, ১৩, ১ ও ৪৮ রান। দেড় মাস পর আবারও মাঠে নামছেন ওয়ার্নার।

এই সপ্তাহে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন অজি তারকা। অ্যাডিলেডে ম্যাচটি খেলতে যাওয়ার আগে সিডনি বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নিজের ভুল বুঝতে পারার কথা জানান ওয়ার্নার, ‘এই সিদ্ধান্তটা আমাকে কিছুটা পিছিয়ে দিয়েছে। পেছন ফিরে তাকালে আমার সম্ভবত কাজটা করা উচিত হয়নি। ওই টেস্ট ম্যাচগুলোতে খেলার সিদ্ধান্তটা আমারই ছিল। মনে হয়েছিল দলের আমাকে দরকার।’

অস্ট্রেলিয়ান ওপেনার আরও বলেছেন, ‘যদি আমি আমার ও ইনজুরির কথা ভাবতাম, তাহলে আমার না বলা উচিত ছিল। কিন্তু দলের জন্য যা ভালো মনে হয়েছি আমি তাই করেছি। মনে হয়েছিল ওপেনিংয়ে ভালো কিছু করতে পারলে দলের জন্য উপকার হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত হওয়ায় আমি সেরে উঠতে সময় পেয়েছি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়