ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বার্সার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের অপেক্ষায় গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ৩ মার্চ ২০২১   আপডেট: ০৮:০২, ৪ মার্চ ২০২১
বার্সার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের অপেক্ষায় গার্দিওলা

‘বার্সাগেট’ কেলেঙ্কারিতে আগের প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউর গ্রেপ্তার হওয়ার বিষয়টি নাড়া দিয়েছে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাকে। সাবেক ক্লাবের এমন পরিস্থিতিতে অস্বস্তিকর বলছেন তিনি। বার্সার সফলতম অধ্যায়ের অংশীদার এই স্প্যানিশ কোচ আশাবাদী, নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে কাতালান ক্লাব।

বার্তোমেউর গ্রেপ্তারের বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া, ‘আমি জানি এটা একটা অস্বস্তিকর পরিস্থিতি এবং আশাবাদী এটা ভালোভাবে শেষ হতে যাচ্ছে। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি কিন্তু নির্দোষ।’ গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ সংবাদমাধ্যম দাবি করেছিল, মেসি-পিকেদের মর্যাদাহানি করতে আইথ্রি নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছে বার্তোমেউর বোর্ড। ওই ঘটনার তদন্ত করতেই সাবেক প্রেসিডেন্টসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য জামিনে মুক্ত হয়েছেন প্রত্যেকে।

আগামী রোববার বার্তোমেউর উত্তরসূরি বাছাইয়ের নির্বাচন। এই লড়াইটা হবে সাবেক প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা, ভিক্তর ফন্ত ও আন্তোনি ফ্রেইক্সার মধ্যে। যিনিই প্রেসিডেন্ট হন না কেন, তার ওপর ভরসা রাখবেন বার্সায় কোচ হিসেবে ১৪টি শিরোপা জেতা গার্দিওলা, ‘আমি এখন শুধু যে জিনিসটি নিয়ে ভাবছি তা হলো এক সপ্তাহের মধ্যে আমরা একজন নতুন প্রেসিডেন্ট পাবো। প্রচারণায় থাকা তিনজনের সবাইকে আমি অভিনন্দন জানাই।’

এই দুঃসময় বার্সা ঠিক কাটিয়ে উঠবে বিশ্বাস স্প্যানিশ কোচের, ‘গোটা বিশ্বে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, বিশেষ করে বার্সেলোনায়। অনেক কিছু ঘটেছে, যা প্রত্যেকে জানে। সামনের কয়েক বছর নেতৃত্ব দেওয়ার সাহস থাকতে হবে নতুন প্রেসিডেন্টকে। আমি নিশ্চিত অনেক বেশি ভোট পড়বে এবং এই অসাধারণ ক্লাবকে নেতৃত্ব দিতে উপযুক্ত প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। তারা অল্প সময়ের মধ্যে শক্তিশালী হয়ে ফিরবে আমি নিশ্চিত।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়