ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধার করা মিডফিল্ডারকে স্থায়ী করলো জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৩ মার্চ ২০২১  
ধার করা মিডফিল্ডারকে স্থায়ী করলো জুভেন্টাস

গত বছরের আগস্টে বুন্দেসলিগা ক্লাব শ্যালকে থেকে ওয়েস্টন ম্যাককেন্নিকে এনেছিল জুভেন্টাস। ছয় মাস পার হতেই নিজের জাত চিনিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের মিডফিল্ডার। ১ কোটি ৮৫ লাখ ইউরোতে তাকে তুরিন ক্লাবে স্থায়ী করলো ইতালির চ্যাম্পিয়নরা।

৪৫ লাখ ইউরোতে গত আগস্টে জার্মান ক্লাব থেকে এক মৌসুমের জন্য ধার করে জুভেন্টাস। চুক্তিপত্রে তাকে স্থায়ী করার সুযোগ রেখেছিল দলটি। মাঝমাঠে দারুণ পারফরম্যান্স করে এবার তা পাকা করলেন ম্যাককেন্নি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। তাতে স্থায়ীভাবে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করলেন তিনি।

সিরি আ’য় ম্যাককেন্নি ১৪ ম্যাচ খেলেছেন শুরুর একাদশে থেকে। সাত ম্যাচে নেমেছেন বদলি। দুটি অ্যাসিস্টের সঙ্গে শীর্ষ লিগে করেছেন চার গোল। চ্যাম্পিয়নস লিগেও ছয় ম্যাচ খেলেছেন। গোল একটি। ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে গ্রুপ ম্যাচে ৩-০ গোলের জয়ে সিসর-কিকে দুর্দান্ত গোলটি ছিল দেখার মতো।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়