ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোলার্ডকে সঙ্গে পেয়ে যা বললেন গিবস-যুবরাজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৪ মার্চ ২০২১  
পোলার্ডকে সঙ্গে পেয়ে যা বললেন গিবস-যুবরাজ

১৪ বছর পর কিয়েরন পোলার্ডের সৌজন্যে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার দেখা পাওয়া গেলো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যান বসেছেন দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাবেক দুই ব্যাটসম্যান হার্শেল গিবস ও যুবরাজ সিং। নিজেদের অর্জনে নতুন ভাগীদারকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা দুজনে।

২০০৭ সালের ১৬ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ৪০ বলে ৭২ রান করেছিলেন গিবস। দক্ষিণ আফ্রিকার ২২১ রানের বিশাল জয়ে ২৯তম ওভারে ড্যান ফন বাঙ্গেকে একে একে টানা ছয় মারেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান। পোলার্ডের ছয় ছক্কার পর গিবসের টুইট, ‘ছয়টি ছয় মারার জন্য জনপ্রিয় একটি মাস মার্চ। ১৬/৩/২০০৭ ও ৩/৩/২০২১, অভিনন্দন কিয়েরন পোলার্ড।’

ওই বছরই প্রথমবার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঝড় তোলে ভারত। ১২ বলে হাফ সেঞ্চুরি করার পথে ১৯তম ওভারে ব্রডকে ছয়টি ছক্কা মারেন যুবরাজ। তাতে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটসম্যান। ২০১৮ সালে পোলার্ডের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন যুবরাজ। সাবেক সতীর্থকে ছয় ছয়ের ক্লাবে অভিনন্দন জানালেন তিনি টুইটারে, ‘কিয়েরন পোলার্ড, ছয়টি ছয়ের ক্লাবে স্বাগতম। তুমি সুন্দর!’

ইনিংসের ষষ্ঠ ওভারে পোলার্ডের আগুন ঝরা ব্যাটিংয়ে সহজে ৪ উইকেটে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩২ রানের লক্ষ্যে নেমে টি-টোয়েন্টির পাওয়ার প্লের ৬ ওভারে সর্বোচ্চ ৯৮ রান তোলে ক্যারিবিয়ানরা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়