ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একদিনের মধ্যে করোনা নেগেটিভ আয়ারল্যান্ডের সেই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০২, ৭ মার্চ ২০২১   আপডেট: ১০:১১, ৭ মার্চ ২০২১
একদিনের মধ্যে করোনা নেগেটিভ আয়ারল্যান্ডের সেই ক্রিকেটার

করোনা নেগেটিভ হয়েছেন আয়ারল্যান্ড উলভসের পেসার রুহান প্রিটোরিয়াস। শুক্রবার (৫ মার্চ) তার করোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৬ মার্চ) পুনরায় পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু তারই নয়, আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের সকল ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও সংশ্লিষ্ট সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে পূর্বের সূচি অনুযায়ী চলবে দুই দলের সিরিজ।

এদিন রাত ১০টার পর সবার করোনা রিপোর্ট পায় বিসিবি। এরপরই সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রতি ম্যাচের পর করোনা পরীক্ষার কথাও জানালেন বিসিবির শীর্ষ কর্মকর্তা। রোববার (৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে চলার সময় প্রিটোরিয়াসের করোনা আক্রান্তের খবর আসে। অতিথি দলের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১২২ রান। এরপরই খেলা স্থগিত করে অফিসিয়ালরা। ম্যাচে প্রিটোরিয়াস ৪ ওভার বোলিংও করেছিলেন। ১৪ রান দিয়ে নিয়েছিলেন ইয়াসির আলী রাব্বীর উইকেট।

গত ২৬ ফেব্রুয়ারি দুই দল একমাত্র চারদিনের খেলেছিল, যা ইনিংস ও ২৩ রানে জেতে বাংলাদেশের দলটি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়