ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লাজিওকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৭ মার্চ ২০২১   আপডেট: ১৬:১৬, ৭ মার্চ ২০২১
লাজিওকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াল জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার পোর্তোর বিপক্ষে বড় ম্যাচে নামার আগে দারুণ জয় পেল জুভেন্টাস। শনিবার রাতে জুভেন্টাস ৩-১ গোলে হারিয়েছে লাজিওকে। দলের হয়ে মোরাতা দুইটি ও র‌্যবিয়ট একটি গোল করেন।

তবে নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ম্যাচের ১৪ মিনিটে কুলুসেভস্কির ভুল পাসে বল পান জোয়াকিন কোরেরা। মধ্যমাঠ থেকে একা বল নিয়ে ডি বক্সের ভেতরে কোনাকুনি শট নেন। লাজিও পেয়ে যায় গোলের দেখা। সমতায় ফিরতে স্বাগতিকদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

মোরাতার বাড়ানো পাস ডি বক্সের ভেতরে গ্রহণ করে র‌্যাবিয়ট। এরপর বামপায়ের জোরালো শটে লাজিওর গোলরক্ষককে ফাঁকি দেন। ১-১ গোলে সমতায় দুই দল যায় বিরতিতে। ফিরে মোরাতা দলকে এগিয়ে নেন। ৫৭ মিনিটে চেইসার বাড়ানো পাস থেকে বল নিয়ে ডি বক্সে ঠুকে গোল করেন স্প্যানিশ ফুটবলার।

৩ মিনিটের ব্যবধানে মোরাতাকে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। সফল পেনাল্টিতে মোরাতা দলের লিড বাড়ান। ৯ মিনিট পর জুভেন্টাসের ম্যানেজার পিরলো মোরাতাকে উঠিয়ে রোনালদোকে মাঠে নামান। শেষ দিকে দুই-একটি সুযোগ তৈরি করলেও জুভেন্টাস গোলের দেখা পায়নি।

২৫ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৫২। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। এসি মিলান সমান ম্যাচে ১৬ জয়, ৫ ড্র ও ১ পয়েন্ট বেশি নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ইন্টার মিলান রয়েছে শীর্ষে। ২৫ ম্যাচে ১৮ জয়, ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট তাদের।

মঙ্গলবার পোর্তোর মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামবে জুভেন্টাস। প্রথম লেগে ২-১ গোলে ম্যাচ হেরেছিল রোনালদোদের দল।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়