ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্রাজিলের বিপক্ষে নেই মেসি, দিবালা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৭ মার্চ ২০২১  
ব্রাজিলের বিপক্ষে নেই মেসি, দিবালা

বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ৩১ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর আগে ২৭ মার্চ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজকে। করোনা মহামারির মধ্যে ভ্রমণে বিধিনিষেধের কারণে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ইউরোপে খেলা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামবে দলগুলো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েসন (এফএ) খেলোয়াড়দের অনুপস্থিতি মঞ্জুরও করেছে।

গত শুক্রবার খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ইউরোপের ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়রা সেখানে যোগ দিলেও তাদের নিয়ে বৈঠকে কথা হয়েছে সামান্য। কারণ কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে তাদের ছাড়া ছক কষতে শুরু করেছেন।

করোনার কারণে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে অনেক ঝামেলা পোহাতে হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পাশাপাশি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এজন্য ক্লাবের খেলা ছেড়ে এ মুহূর্তে জাতীয় দলে অংশগ্রহণ করতে চাইছেন না খেলোয়াড়রা।

এদিকে চলতি মাসে বাছাই পর্বের খেলা খেলতেই চাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই একদিনের মধ্যে তারা ফিফার সঙ্গে আলোচনায় বসে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়