ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ম্যানসিটির জয়রথ থামালো ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ৮ মার্চ ২০২১   আপডেট: ০৯:১২, ৮ মার্চ ২০২১
ম্যানসিটির জয়রথ থামালো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। তাদের জয়রথ ছুটছিলই। লিগে টানা ২১ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নেয়। তবে ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওলার দলকে পরাজয়ের স্বাদ দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রেড ডেভিলসরা তাদের হারিয়ে গেছে ২-০ গোলে। এর মধ্য দিয়ে টানা ২১ ম্যাচের জয়রথ থামলো সিটির।

ম্যানইউর এমন দারুণ জয়ে দুই অর্ধে দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেস ও লুক’শ। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ওলে গুনার সুলশারের শিষ্যদের। ২৮ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে লেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ম্যানইউ। সমান ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে লেস্টার রয়েছে তৃতীয় স্থানে। আর ৬৫ পয়েন্ট নিয়ে সিটি রয়েছে শীর্ষে।

ম্যানচেস্টার ডার্বিতে সিটির মাঠে ৩৪ সেকেন্ডের মাথায়ই পেনাল্টি পায় ম্যানইউ। এ সময় গ্যাব্রিয়েল জেসাস বক্সের মধ্যে অ্যান্থনি মার্শালকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে শুরুতেই এগিয়ে নেন দলকে।

এরপর বিরতি থেকে ফিরে ৫০ মিনিটের মাথায় দ্রুতগতির একটি আক্রমণ থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুক’শ। 

বাকি সময়ে এই দুটি গোল আর শোধ দিতে পারেনি সিটি। তাতে ঘরের মাঠে হারও এড়াতে পারেনি তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়