ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বার্সার মুখোমুখি হতে অনুশীলনে নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৮ মার্চ ২০২১   আপডেট: ১৯:৫৫, ৮ মার্চ ২০২১
বার্সার মুখোমুখি হতে অনুশীলনে নেইমার

অনাকাঙ্ক্ষিত চোটে ন্যু ক্যাম্পে ফিরতে পারেননি নেইমার। তবে সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আসন্ন চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের দুই দিন আগে অনুশীলনে ফিরেছেন প্যারিস সেন্ত জার্মেইর ফরোয়ার্ড।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপে কাঁর বিপক্ষে ১-০ গোলে পিএসজির জয়ের ম্যাচে চোট পান নেইমার। তখন থেকে মাঠের বাইরে তিনি। তবে বার্সার বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে মাউরিসিও পচেত্তিনোর দলে তাকে দেখার দারুণ সম্ভাবনা রয়েছে।

সতীর্থদের ফরাসি কাপে ব্রেস্তকে ৩-০ গোলে হারানোর আনন্দে ভাসতে দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার সকালে আবারও দলকে খুশির খবর দিলেন অনুশীলনে যোগ দিয়ে। এক মাসে প্রথমবার সতীর্থদের সঙ্গে ট্রেনিং গ্রাউন্ডে দেখা গেলো তাকে।

বার্সার বিপক্ষে ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য দলের দরজা খুলে দেওয়ার আগে আবার পর্যবেক্ষণ করা হবে বলে পচেত্তিনো জানালেন। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমরা তার অগ্রগতিতে খুব খুশি। বার্সেলোনার বিপক্ষে দলে সে থাকতে পারবে কি না আগামী কয়েক দিন আমরা তা দেখবো।’

কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে ন্যু ক্যাম্প লেগে ৪-১ গোলে জিতেছে পিএসজি। তাতে ১০ মার্চের লেগের আগেই এক পা কোয়ার্টার ফাইনালে দিয়ে রেখেছে তারা। কিন্তু ২০১৭ সালের মতো বার্সার আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তন হিসাব-নিকাশ পাল্টে দিলেও দিতে পারে। সেই আশায় আছে কাতালান জায়ান্টরা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়