Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

বার্সার মুখোমুখি হওয়া হলো না নেইমারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৯ মার্চ ২০২১   আপডেট: ১৭:২৫, ৯ মার্চ ২০২১
বার্সার মুখোমুখি হওয়া হলো না নেইমারের

বার্সেলোনা ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে অনুশীলনে ফিরে পিএসজিকে সুখবরই দিয়েছিলেন নেইমার। কিন্তু ম্যাচ শুরুর দিন ফরাসি চ্যাম্পিয়নরা নিশ্চিত করলো, কাতালানদের মুখোমুখি হওয়ার মতো ফিট এখনও হয়ে ওঠেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতে করে সাবেক ক্লাব বার্সার সঙ্গে দেখা হলোই না নেইমারের।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপে কাঁর বিপক্ষে ১-০ গোলে পিএসজির জয়ের ম্যাচে চোট পান নেইমার। তখন থেকে মাঠের বাইরে তিনি। অনাকাঙ্ক্ষিত ওই চোটে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলতে ন্যু ক্যাম্পে যেতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দ্বিতীয় লেগের দুই দিন আগে তাকে দেখা যায় অনুশীলনে। বুধবার পার্ক দে প্রিন্সেসে ম্যাচের দিন ক্লাব নিশ্চিত করলো, ২৯ বছর বয়সী তারকার ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না তারা।

বার্সেলোনার বিপক্ষে দল নিয়ে এক বিবৃতিতে পিএসজি বলেছে, ‘ব্যক্তিগত কারণে আজ সার্জিও রিকো অনুশীলনে অংশ নেননি। নেইমার জুনিয়র গত সপ্তাহে দলের সঙ্গে আংশিক অনুশীলন শুরু করেছিলেন এবং সেরে ওঠার কাজটি তিনি চালিয়ে যাবেন। আগামী কয়েক দিনের মধ্যে নতুন করে তাকে নিয়ে মূল্যায়ন করা হবে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়