ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দেশের খেলা রেখে আইপিএল খেললে বেতন কাটুন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৯ মার্চ ২০২১  
‘দেশের খেলা রেখে আইপিএল খেললে বেতন কাটুন’

জিওফ্রে বয়কট

জাতীয় দলের খেলা রেখে ইংল্যান্ড ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্তে হতবাক সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট। এমন মনোভাব পোষণ করা ক্রিকেটারদের বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) শক্ত হতে বললেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড নিশ্চিত করেছেন, আইপিএলে খেলার জন্য ২ জুন থেকে শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ড টেস্ট সিরিজে খেলতে চান না বেশির ভাগ ইংলিশ ক্রিকেটার। বয়কটের মতে এমন মনোভাব সহ্য করা উচিত নয়। ইংল্যান্ডের জার্সিতে খেলা রেখে আইপিএলে গেলে ক্রিকেটারদের বেতন কেটে নিতে ইসিবিকে পরামর্শ দিলেন তিনি।

এছাড়া ভারত সফরে ইংল্যান্ডের ‘রোটেশন পলিসি’ নিয়ে ইসিবির তীব্র সমালোচনা করেছেন বয়কট। ভারতের বিপক্ষে শেষ হওয়া চার টেস্ট ম্যাচে খেলোয়াড়দের অদল-বদল করে খেলানো হয়েছে। দ্বিতীয় টেস্টে দারুণ পারফরম্যান্স করা মঈন আলীকে ওই ম্যাচ শেষে দেশে ফেরত পাঠানোয় কম বিতর্ক হয়নি। বয়কট ডেইলি টেলিগ্রাফকে বলেছেন, ‘ভারতে রোটেশন পলিসি নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল। যাচ্ছেতাই করে খেলোয়াড়দের সামলানো বন্ধ করা উচিত।’

এরপরই বয়কট লিখেছেন, ‘মনে হচ্ছে খেলোয়াড়রা ভুলে গেছে যে তারা ইংল্যান্ডের হয়ে পারফর্ম না করলে আইপিএলে তাদের ডাক পড়তো না। তাই কৃতজ্ঞতা ও বিশ্বস্ততার জন্য ইংল্যান্ডকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমি কখনও তাদের উপার্জন বন্ধ করার পক্ষে নই, কিন্তু ইংল্যান্ডের হয়ে না খেলে উপার্জন করা কখনোই কাম্য নয়।’

মঈন, বেন স্টোকস, জস বাটলার, জেসন রয়, স্যাম কারান ও আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটার তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলবেন। দেশের চেয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় তাদের লজ্জিত হওয়া উচিত মনে করেন বয়কট, ‘আমি বাজি ধরে বলতে পারি আমাদের কোনও খেলোয়াড়কে দেখবেন না যে তারা স্ত্রী, বান্ধবী কিংবা বাচ্চাদের মিস করার কারণে আইপিএল ছাড়ছেন। ইংল্যান্ডের হয়ে না খেলে যারা ছুটি নিয়ে দেশে ফিরতে চায়, তাদের বেতন কাটুন। পুরো সিরিজ খেলতে রাজি না থাকলে তাদের দলে না নেওয়াই ভালো। ইংলিশ ক্রিকেট খুব বাজেভাবে পরিচালিত হচ্ছে, তাদের সবার লজ্জিত ও বিব্রত হওয়া উচিত।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়