ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেখা হলে নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১০ মার্চ ২০২১   আপডেট: ১৮:০৯, ১০ মার্চ ২০২১

সেই ক্রাইস্টচার্চে আবারও বাংলাদেশ ক্রিকেট দল। দুই বছর আগে যে শহরে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। শান্তির শহর কেঁপে উঠেছিল সন্ত্রাসী হামলায়। অতিথি ক্রিকেট দলকে বিশেষ নিরাপত্তাসহ সব সুযোগ সুবিধা দিয়েছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন। এজন্য তার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ দল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেখা হলে প্রধানমন্ত্রীকে সামনাসামনি ধন্যবাদ জানাতে চান।

তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ এখন নিউ জিল্যান্ডে। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা আজ বুধবার গিয়েছে কুইন্সল্যান্ডে। ক্রাইস্টচার্চ ছাড়ার আগে স্থানীয় সংবাদমাধ্যমে তামিম বলেন, ‘ক্রাইস্টচার্চে গতবারের অভিজ্ঞতা আমাদের সবার জন্যই কঠিন ছিল। বিশেষ করে যে পরিবারগুলো তাদের আপনজনকে হারিয়েছে। আমরা শুধু তাদের জন্য প্রার্থনাই করতে পারি, ঈশ্বর যেন তাদের সহ্য করার শক্তি দেন। খুব ভালো সময় ছিল না। তবে আমাদের সামনে তাকাতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমি এই নিয়ে চার কি পাঁচবার এলাম নিউ জিল্যান্ডে। সবসময়ই এই দেশে আসতে মুখিয়ে থাকি আমরা। খুবই সুন্দর একটি দেশ। এখানকার মানুষেরা ভালো। এখানকার প্রধানমন্ত্রীর কথাও বলতে চাই, ওই কঠিন সময় তিনি যেভাবে সামলেছেন, বাংলাদেশের সবাই বাহবা দিয়েছে। তিনি দারুণ কাজ করেছেন। ব্যক্তিগতভাবে কখনও তার সঙ্গে দেখা করার সুযোগ হলে আমি তাকে ধন্যবাদ জানাব।’

২০১৯ সালে ক্রাইস্টচার্চে এক মসজিদে উন্মত্ত বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সেই মসজিদে জুমা’র নামাজ পড়তে যাচ্ছিলেন। ক্রিকেটাররা সেই মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগে এই নারকীয় ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশ দল সিরিজের শেষ টেস্ট না খেলে দেশে ফিরে আসে।

ওই ভয়াবহ ঘটনায় পুরো ক্রিকেট দল মানসিকভাবে বিরাট ধাক্কা খেয়েছিল। তামিম যোগ করেন,‘আমাদের জীবনের খুব স্পর্শকাতর ঘটনা সেটি, যা কাটিয়ে উঠত আমাদের অনেক সময় লেগেছে। যেটা বলেছি, যারা আপনজন হারিয়েছেন, সেই পরিবারগুলোকে শ্রদ্ধা করতে হবে আমাদের। প্রার্থনা করতে হবে যেন তারা সহ্য করতে পারেন। এই তো, আর খুব বেশি গভীরে যেতে চাই না ব্যাপারটি নিয়ে। কারণ এই অনুভূতি খুব ভালো নয়। এখানে বারবার আসার মতো যথেষ্ট ভালো কিছু নিউ জিল্যান্ড আমাদের উপহার দিয়েছে এবং আমি নিশ্চিত, ভবিষ্যতেও আসতে কোনও দ্বিধা থাকবে না আমাদের। ওই একটি ঘটনা ছাড়া নিউ জিল্যান্ড সবসময়ই দারুণ ছিল।‘

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়