ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এনসিএলের দল প্রস্তুত, অপেক্ষা এখন ভ্যাকসিনের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১১ মার্চ ২০২১  
এনসিএলের দল প্রস্তুত, অপেক্ষা এখন ভ্যাকসিনের

করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চে বন্ধ হয়েছিল দেশের ঘরোয়া ক্রিকেট। ঠিক এক বছর পর অবশেষে শুরু হতে যাচ্ছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২ তম আসরের মধ্য দিয়ে ভাঙছে অচলায়তন।

ইতিমধ্যে ৮টা বিভাগের সঙ্গে বৈঠক করে দল গঠন করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ মার্চ থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা নির্ভর করছে ভ্যাকসিন প্রয়োগের ওপর। বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বৃহস্পতিবার বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আমরা দলগুলো তৈরি করতে অধিনায়ক ও কোচের সঙ্গে বসি। আমরা ৮টা ডিভিশনের সঙ্গে বসে ১৮ জন করে দল তৈরি করে দিয়েছি।  ২২ তারিখ খেলা শুরুর কথা। এখন টিকা কবে দেওয়া হবে সেটার ওপর নির্ভর করছে। আমরা আমাদের কাজ এগিয়ে রেখেছি। দলগুলো প্রায় প্রস্তুত করে দিয়েছি যেন অনুশীলন শুরু করে দিতে পারে।’ 

এবারের আসর ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথম দুই রাউন্ডে অংশ নিতে পারবেন জাতীয় টেস্ট দলের সদস্যরা। সংক্ষিপ্ত সংস্করণের সদস্যরা নিউ জিল্যান্ড সফরে থাকায় তাদের খেলার সম্ভাবনা খুব একটা নেই। এরপরেই আছে শ্রীলঙ্কা সফর। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন তাও চেষ্টা করা হবে যাতে তামিম-মুশফিকরা লাল বলে এক রাউন্ড খেলেই যাতে শ্রীলঙ্কায় যেতে পারেন।

‘এখন যারা টেস্ট দলের ক্রিকেটাররা দেশে আছে ওরা দুই রাউন্ড খেলতে পারবে। আমাদের তৃতীয় রাউন্ড হবে পাঁচ এপ্রিল থেকে। আমরা আলোচনা করছি। যারা নিউজিল্যান্ড থেকে আসার পর এক রাউন্ডের জন্য ফাঁকা থাকবে, শ্রীলঙ্কা যাওয়ার আগে যদি একটা রাউন্ড খেলা যায়, আমরা সেই চেষ্টা করব।’

সংক্ষিপ্ত সংস্করণে থাকা টেস্ট দলের সদস্যরা যদি নাও খেলেন তাহলে কোনো সমস্যা দেখছেন না নান্নু। তার মতে শ্রীলঙ্কায় নিয়ে নিজেদের প্রস্তুত করার জন্য ভালো একটা সময় পাওয়া যাবে।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা গিয়ে যথেষ্ট সময় পাবে। আমরা যদি একটা তিনদিনের ম্যাচ খেলতে পারি এবং লাল বলে যথেষ্ট অনুশীলন করতে পারি, তাহলে মানিয়ে নিতে সমস্যা হবে না।’ 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়