ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ম্যানচেস্টার সিটিকে থামানোর সাধ্য কার!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১৪ মার্চ ২০২১   আপডেট: ১০:৩০, ১৪ মার্চ ২০২১
ম্যানচেস্টার সিটিকে থামানোর সাধ্য কার!

ধরা ছোঁয়ার বাইরে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি লিগে রীতিমত উড়ছে। শনিবার রাতে তারা ফুলহামকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি ১৭ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ফুলহামের মাঠে বলের দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল ম্যানসিটি। প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও সেসব কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে অতিথিরা স্বরূপে। নিখুঁত ফিনিশিং আর চোখ জুড়ানো ফুটবলে জয়রথ সচল রাখল গার্দিওলার শিষ্যরা। মৌসুমে ম্যানচেস্টার সিটি যেন অজেয়, ধরা ছোঁয়ার বাইরে।

৩০ ম্যাচে এটি তাদের ২২ তম জয়। ৫ ম্যাচ ড্র করেছে। হেরেছে ৩ ম্যাচ। ৭১ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড দুই ম্যাচ কম খেলে ১৫ জয়, ৯ ড্র ও ৪ হারে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৫৪।

ক্রাভেন কটেজে সিটির হয়ে একটি করে গোল করেন জন স্টনস, গ্যাব্রিয়েল জেসুস ও সার্জিও অ্যাগুয়েরো। প্রথম ৪৫ মিনিটে ফুলহাম গোল আটকে রেখেছিল। তবে দ্বিতীয়ার্ধে ফিরে অতিথিরা জাল খুঁজে পায়। স্টনস ৪৭ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন। জো কনসেলোর বাড়ানো বল ডি বক্সের ভেতরে থেকে লক্ষ্যভেদ করেন স্টনস। ৯ মিনিটের ব্যবধানে গ্যাব্রিয়েল জেসুস করেন দ্বিতীয় গোল। ৫৯ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। সফল স্পটকিকে ১৫ মাস পর লিগে প্রথম গোল করার স্বাদ পান অ্যাগুয়েরো।

শুক্রবার ফুলহাম লিগের পরবর্তী ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে। সিটি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। মঙ্গলবার নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়