ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসিকে অভিনন্দন জানানোর অপেক্ষায় জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ মার্চ ২০২১   আপডেট: ২১:১২, ১৫ মার্চ ২০২১
মেসিকে অভিনন্দন জানানোর অপেক্ষায় জাভি

বার্সেলোনায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হাতছাড়া হতে বসেছে জাভি হার্নান্দেজের। সোমবার উয়েস্কার বিপক্ষে মাঠে নামলেই এই কীর্তিতে তার সঙ্গে ভাগ বসাবেন লিওনেল মেসি। আর আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জার্সি পরলে তাকে পেছনে ফেলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শীর্ষ আসনটি ছাড়তে হচ্ছে বলে মন খারাপ নয় জাভির, বরং রেকর্ড ভাঙার পর বিশ্বের সেরা খেলোয়াড়কে অভিনন্দন জানানোর অপেক্ষায় আছেন সাবেক বার্সা মিডফিল্ডার।

গত মাসে লা লিগায় বার্সেলোনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিতে জাভির পাশে বসেছিলেন মেসি। ঠিক একমাস পর আরেকটি রেকর্ডে লিজেন্ডারি মিডফিল্ডারকে স্পর্শ করবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ২০১৫ সালে ন্যু ক্যাম্প ছাড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলেন জাভি। এবার তার রেকর্ডটি হতে যাচ্ছে মেসির।

তবে জাভি চান, মেসি এই রেকর্ডে থাকুক আরও অনেক উপরে। বার্সাতেই ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ভবিষ্যৎ দেখতে চান কাতার ক্লাব আল সাদের বর্তমান কোচ। মুন্দো দেপোর্তিভোকে জাভি বলেছেন, ‘লিও যে আমাকে পেছনে ফেলবে এটা অনেকেই আগে দেখতে পেয়েছিল। সে আরও অনেক ম্যাচ খেলতে পারবে এবং খেলা চালিয়ে যাওয়ার জন্য এখনও সে তরুণ। ফুটবলে তার দেওয়ার এখনও অনেক কিচু আছে।’

মেসি এই রেকর্ড ভাঙছেন ভেবে রোমাঞ্চিত জাভি, ‘ইতিহাসের সেরা খেলোয়াড় বার্সার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে, এটা তো দারুণ ব্যাপার হবে। বিশ্বের সেরা খেলোয়াড় আমাকে পেছনে ফেলছে এটা সম্মানের ব্যাপার। লিও এমন কিছু, সে অজেয়। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না কারণ সে সবসময় জেতে।’

বার্সায় ৮টি লা লিগা ট্রফি জেতা জাভি মেসির ভবিষ্যৎ নিয়ে যোগ করলেন, ‘আমি আশা করি একজন বার্সা খেলোয়াড় হিসেবে সে আরও অনেক বেশি ম্যাচ খেলতে পারবে এবং ঐতিহাসিক একটা ফিগার রেখে যাবে। আরও অনেক মৌসুম সে বার্সায় থাকবে বলে আশাবাদী আমি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়