ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয়ের পর শাস্তি পেলেন কোহলিরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৫ মার্চ ২০২১  
জয়ের পর শাস্তি পেলেন কোহলিরা

গত রোববার আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনা হয়েছে। তাতে করে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলির দলকে।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন। কোহলির দল নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বল করেছিল।

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে কম ওভার করায় খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোহলি অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই শুনানির কোনও প্রয়োজন নেই।

অনফিল্ড আম্পায়ার অনীল চৌধুরী ও কে.এন. আনন্থপদ্মানাভান এবং থার্ড আম্পায়ার বীরেন্দর শর্মা অভিযোগ দায়ের করেন। অভিষিক্ত ইশান কিষাণ ও কোহলির হাফ সেঞ্চুরিতে ভারত ম্যাচটি জিতেছে ৭ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতায়।
 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়