ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এটিএন বাংলা গোল্ডকাপের ফাইনালে দিনাজপুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৪, ১৫ মার্চ ২০২১  
এটিএন বাংলা গোল্ডকাপের ফাইনালে দিনাজপুর

‘চতুর্থ এটিএন বাংলা গোল্ডকাপ-২০২১’ এর ফাইনালে উঠেছে দিনাজপুর জেলা।

আজ সোমবার (১৫ মার্চ) দিনাজপুর জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গাইবান্ধা ও দিনাজপুর জেলা। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল পায় না। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারেও ৪-৪ এ সমতা হয়। এরপর ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে গাইবান্ধা জেলাকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পায় দিনাজপুর।

আগামীকাল মঙ্গলবার (১৬ মার্চ) হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর ২০ মার্চ হবে ফাইনাল।

এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

এবার রংপুর বিভাগের আটটি জেলা দল নিয়ে শুরু হয়েছে এটিএন বাংলা গোল্ডকাপের চতুর্থ আসর। মহামারি করোনার কারণে এবার অন্যান্য জেলা দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে নীলফামারি, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট ও রংপুর।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়