ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার দর্শকশূন্য মাঠে লড়বেন কোহলিরা

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৬ মার্চ ২০২১   আপডেট: ১২:৪১, ১৬ মার্চ ২০২১
এবার দর্শকশূন্য মাঠে লড়বেন কোহলিরা

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক ছিল মাঠে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআইই) ও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

জিসিএ সহ-সভাপতি ধনরাজ নাথওয়ানি বলেন, ‘করোনাভাইরাস পজিটিভ মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালানোর সিদ্ধান্ত নিই। যারা এই ম্যাচগুলোর অগ্রিম টিকিট কেনেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।’

৫ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে ইংল্যান্ড জেতার পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে সিরিজে ফেরে কোহলির দল। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১৬, ১৮ ও ২০ মার্চ। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়