ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাভিকে ছুঁয়ে রোমাঞ্চিত মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৬ মার্চ ২০২১  
জাভিকে ছুঁয়ে রোমাঞ্চিত মেসি

টানা ১৩টি লা লিগার আসরে ২০ গোল করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন লিওনেল মেসি। বার্সেলোনাকে ১৩ মিনিটে এগিয়ে দিয়ে এই রেকর্ড গড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সোমবার ম্যাচ শুরুর বাঁশি বাজতেই অবশ্য বার্সার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিতে লিজেন্ডারি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের পাশে বসেন। আর এই অর্জনে রোমাঞ্চিত মেসি।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সাবেক বার্সা আইকনের সমান সংখ্যকত ৭৬৭ ম্যাচ খেললেন মেসি। আগামী রোববার রাতে সান সেবাস্তিয়ানে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামলে এককভাবে কাতালানদের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি। 

তবে জাভিকে ছোঁয়ার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি জানিয়েছেন মেসি, ‘বার্সেলোনার সঙ্গে এতগুলো ম্যাচ খেলার কীর্তি গড়াটা বিশাল সম্মানের। আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই, যারা এতগুলো বছর আমাকে সঙ্গ দিয়েছে এবং আমার পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ দেই।’

উয়েস্কার বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুইবার লক্ষ্যভেদ করেছেন মেসি। ম্যাচ শেষে তিনি প্রতিপক্ষের ফরোয়ার্ড রাফা মিরের প্রশংসাও কুড়িয়েছেন, ‘বার্সেলোনা একজন বেশি (যখন মেসি মাঠে থাকেন) নিয়ে খেলে।’

দলের অধিনায়ককে নিয়ে কোচ রোনাল্ড কোমান বলেছেন, ‘সে এখনও আমাদের সঙ্গে, এটা ভালো ব্যাপার।’ এই মৌসুমে এখন পর্যন্ত ২১ লিগ গোল করে পিচিচি অ্যাওয়ার্ডের দৌড়ে এগিয়ে গেলেন মেসি। নতুন ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার অভিনন্দন পেলেন তিনি, ‘আজ লিও মেসি বার্সেলোনার জার্সিতে ৭৬৭ ম্যাচ খেললো, যা জাভিও করেছিল। সবসময় গর্ব, সাহস আর শক্তি। অভিনন্দন লিও! এই অর্জনে আরও বেশি যোগ করো।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়