ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রথম ওয়ানডেতে তামিমের খেলার সম্ভাবনা জোরালো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৮ মার্চ ২০২১   আপডেট: ১৫:৫৮, ১৮ মার্চ ২০২১
প্রথম ওয়ানডেতে তামিমের খেলার সম্ভাবনা জোরালো

আগামী শনিবার (২০ মার্চ) নিউ জিল্যান্ডের ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। হ্যামস্ট্রিং চোটে ভোগায় ওই ম্যাচে অধিনায়ক তামিম ইকবালকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। 

তবে আশার কথা, তামিমের চোট সেরে ওঠার পথে। এমআরআই রিপোর্টে খারাপ কিছু আসেনি। তামিম নিজেও বৃহস্পতিবার (১৮ মার্চ) জানালেন, প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা জোরালো। জুম মিটিংয়ে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তামিম বলেন, ‘আশা করছি প্রথম ম্যাচ থেকেই খেলবো। আমার দুটি সমস্যা ছিল। শেষটা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংয়ের অবস্থা এখন ভালো। আজ প্রস্তুতিতে ছিলাম। আগামীকালও প্রস্তুতিতে থেকে সব ধরনের কাজ করবো।’

গত মঙ্গলবার কুইন্সটাউনে বাংলাদেশ স্কোয়াড দুই ভাগে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল। কিন্তু ইনজুরির কারণে তামিম ম্যাচে অংশ নিতে পারেননি। পরদিন অনুশীলনেও অনুপস্থিত ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। একদিনের বিশ্র্রাম শেষে বৃহস্পতিবার অনুশীলনে ফিরলেও ছিলেন বেশ সতর্ক। জোর দিয়ে কাজ করেননি। তবে শনিবার মাঠে নামার আগের দিন শুক্রবার পুরোদমে অনুশীলন করবেন। 

বৃহস্পতিবার নেটে ঘাম ঝরিয়েছেন তামিম। ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্যবোধ করায় মূল ম্যাচে নামতে আত্মবিশ্বাসী দেশসেরা এ ওপেনার, ‘(প্রথম ওয়ানডেতে) খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ ভালো অনুশীলন করেছি। কাল পূর্ণ শক্তি ও ছন্দে অনুশীলন করবো। আমি আশাবাদী প্রথম ম্যাচে খেলার জন্য।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়