ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পগবার গোলে শেষ আটে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১৯ মার্চ ২০২১   আপডেট: ০৭:৫১, ১৯ মার্চ ২০২১
পগবার গোলে শেষ আটে ম্যানইউ

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে এসি মিলানকে তারা হারিয়েছে ১-০ গোলে। জয়সূচক একমাত্র গোলটি করেন ম্যানইউর ফঁরাসি স্ট্রাইকার পল পগবা।

প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ১-১ গোলে ড্র হয়েছিল। ফিরতি লেগ এসি মিলানের মাঠ সান সিরোতে হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিল ইতালির ক্লাবটি। কোনোক্রমে গোলশূন্য ড্র করতে পারলেই তারা পৌঁছে যেত শেষ আটে। কিন্তু বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে নামা পগবা গোল করে এগিয়ে নেন দলকে। এদিন ৬ ফেব্রুয়ারির পর প্রথম মাঠে নেমে বাজিমাত করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার। ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি।

পিছিয়ে পড়ার পর অভিজ্ঞ তারকা খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচকে মাঠে নামায় মিলান। সুইডিশ তারকা প্রাণপণ চেষ্টাও করেন। ৭৪ মিনিটে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু ম্যানইউর গোলরক্ষক ডিন হেন্ডারসন সেটা রুখে দেন।

শেষ মিনিট পর্যন্ত ম্যানইউ’র ওপর চাপ প্রয়োগ করে খেলে মিলান। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়