ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিরে দেখা ডানেডিন

সালেক সুফী, মেলবোর্ন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১৯ মার্চ ২০২১   আপডেট: ১৫:০১, ১৯ মার্চ ২০২১
ফিরে দেখা ডানেডিন

দেখলাম, দেখে ভালো লাগলো নিউ জিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ গোলার্ধের ভূস্বর্গ কুইন্সটাউনে অপুরূপ প্রকৃতির মাঝে ফুরফুরে মেজাজে দিন কাটালো। দুই সপ্তাহের গুমোট বন্দি জীবন শেষে এটি ওদের মানসিকভাবে চাঙ্গা করবে বাঙালি জীবনের গৌরব মাস অগ্নিঝরা মার্চে নিজেদের সামর্থ্যের শেষটুকু বিলিয়ে দিতে। আসছে বাংলাদেশের মহান স্বাধীনতার স্বর্ণজয়ন্তী। এই মাসে বাংলাদেশ ক্রিকেট দল যা কিছু অর্জন করবে সেটাই ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন সংযোজন হবে।

বাংলাদেশ কখনো নিউ জিল্যান্ডকে সেই দেশের মাটিতে হারাতে পারেনি, হেরেছে সব ম্যাচে। ইতিহাস গড়তে হলে তো ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলাগুলো হবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ও ওয়েলিংটনের বেসিন রিসার্ভে। প্রথম দুটি অপেক্ষাকৃত শীতের শহর দক্ষিণ দ্বীপপুঞ্জে, ওয়েলিংটন উত্তর দক্ষিণের মিলন মোহনায়। চলুন ফিরে দেখি, প্রথম ম্যাচের ভেন্যুতে কেমন খেলছিল বাংলাদেশ?

ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন: ছোটমাঠ, মাত্র ৪ হাজার ৫০০ ধারণ ক্ষমতার, ঘাসের গালিচায় বসে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা দেখে। ঘাসের উইকেট, ফাস্ট আউটফিল্ড, বাতাস থাকে তীব্র, কনকনে ঠান্ডা। বাংলাদেশ এই মাঠে দুটি ওয়ানডে ম্যাচে খেলেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে। তাই মাঠের পরিবেশ, উইকেট ওদের ভালোভাবেই জানার কথা। চলুন দেখি ম্যাচ দুটোর সারসংক্ষেপ। 

প্রথম ওয়ানডে: ৮ ফেব্রুয়ারি ২০১০। বাংলাদেশ অধিনায়ক- সাকিব আল হাসান, নিউ জিল্যান্ড অধিনায়ক- ড্যানিয়েল ভেট্টরি। 

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৮৩/৮ (মুশফিক ৮৬, নাঈম ইসলাম ৪৩, তামিম ১, সাকিব ০; ইয়ান বাটলার ৩/৪৩, অ্যান্ডি ম্যাককে ২/১৭)। নিউ জিল্যান্ড: ১৮৫/৫, ২৭.৩ ওভার (রস টেলর ৭৮, মার্টিন গাপটিল ৩২; শফিউল ইসলাম ৩/৪৯, রুবেল হোসেন ২/৬৮) 
ফল: ৫ উইকেটে জয়ী নিউ জিল্যান্ড। 

নিউ জিল্যান্ড হেসে খেলে জিতেছে। তবে আশার কথা মুশফিক ভালো ব্যাট করেছিলেন। যদিও তামিম, সাকিব কিছুই করেননি। 

শেষ ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি ২০১৯। বাংলাদেশ অধিনায়ক: মাশরাফি মুর্তজা, নিউ জিল্যান্ড অধিনায়ক: টম ল্যাথাম 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: নিউ জিল্যান্ড: ৩৩০/৬ (রস টেলর ৬৯, হেনরি নিকলস ৬৪, টম ল্যাথাম ৫৯, জিমি নিশাম ৩৭, মার্টিন গাপটিল ২৯, মোস্তাফিজ ২/৯৩)। বাংলাদেশ: ২৪২; ৪৭.২ ওভার (সাব্বির রহমান ১০২, মোহাম্মদ সাইফউদ্দিন ৪৪, তামিম ০, লিটন ১, সৌম্য ০, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৬, টিম সাউদি ৬/৬৫ , ট্রেন্ট বোল্ট ২/৩৭) 
ফল: ৮৮ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের হার।

ইতিহাস কিন্তু ভীষণভাবে বাংলাদেশের বিপক্ষে কথা বলে। দেখুন সেই ম্যাচের নিউ জিল্যান্ড দলের ম্যাচে ভালো খেলা সবাই আছে এবং সবাই ফর্মের তুঙ্গে। বাংলাদেশ কিন্তু সাব্বিরকে ধরে রাখতে পারেনি। তবে ইতিহাস-রেকর্ড গড়েই ওঠে রেকর্ড ভাঙার জন্য। শনিবার (২০ মার্চ) যখন বাংলাদেশ খেলবে তখন নিউ জিল্যান্ডের আইকন স্পিন বোলার ড্যানিয়েল ভেট্টরি বাংলদেশ শিবিরে। তামিমেকে  অধিনায়ক হিসাবে পছন্দ। বাংলাদেশ স্পিনাররা ভালো করবে। যদিও বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মাঝে এই মাঠেই হওয়া দুই ম্যাচে ব্যর্থ দুই দলের স্পিনাররা। ছোটমাঠ, প্রচন্ড বাতাস স্পিনারদের কিছু করার জন্য অনুপযোগী। নিউ জিল্যান্ড বোলাররা তুখোড় ফর্মে। বলছি না বাংলাদেশের ভালো করার সামর্থ্য নেই। তবে আবেগ উচ্ছ্বাস আর উচ্চাশার লাগাম টেনে রাখাই ভালো।

লেখক: জ্বালানি বিশেষজ্ঞ ও অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেট লেখক

* নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়