Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

শ্রীলঙ্কায় মুমিনুলদের টেস্ট সিরিজের সূচি প্রকাশ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৯ মার্চ ২০২১   আপডেট: ০৮:২৪, ২০ মার্চ ২০২১
শ্রীলঙ্কায় মুমিনুলদের টেস্ট সিরিজের সূচি প্রকাশ 

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগেই চূড়ান্ত ছিল। বাকি ছিল শুধু সূচি ও ভেন্যু। এবার তাও প্রকাশিত হয়ে গেলো।

শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে সিরিজের সূচি প্রকাশ করে। দুই টেস্টের আগে নিজেদের মধ্যে  একটি প্রস্তুতি ম্যাচও আছে।

শ্রীলঙ্কায় প্রথম টেস্ট ২১-২৫ এপ্রিল ও দ্বিতীয় টেস্ট হবে ২৯ এপ্রিল থেকে ০৩ মে। দুটো ম্যাচই হবে ক্যান্ডির পালেকেল্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ১৭ এবং ১৮ এপ্রিল মুমিনুলরা নিজেরা ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাটুনায়েকেতে। 

আইসিসি টেস্ট চ্যাপিয়নশিপের আওতাভুক্ত সিরিজটি খেলতে বাংলাদেশ ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে। 


 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়