ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোহলি ঝড়ে ভারতের রান পাহাড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২০ মার্চ ২০২১   আপডেট: ০০:৩৩, ২১ মার্চ ২০২১
কোহলি ঝড়ে ভারতের রান পাহাড়

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলির ঝোড়ো ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। 

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত ২২৪ রানের বড় সংগ্রহ করে। নিজেদের মাটিতে এই রান তৃতীয় সর্বোচ্চ আর সব মিলিয়ে চতুর্থ।

শনিবার (২০ মার্চ) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে এই রানের পাহাড় গড়ে ভারত। 

ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। মাঠ ছাড়েন ৫২ বলে ৮০ রান করে ইনিংসের শেষে। কোহলির ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ২টি ছয়ে।

ওপেনার রোহিত শর্মাও দারুণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬৪ রান। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা সূর্যকুমার যাদব খেলেন ১৭ বলে ৩২ রানের ইনিংস। কোহলির সঙ্গে ১৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া।

ইংলিশদের হয়ে একটি করে উইকেট নেন আদিল রশিদ ও বেন স্টোকস।

ঢাকা/রিয়াদ/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়