ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে সাকিব ইস্যুতে প্রতিক্রিয়া: আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২১ মার্চ ২০২১   আপডেট: ১৪:২২, ২১ মার্চ ২০২১
বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে সাকিব ইস্যুতে প্রতিক্রিয়া: আকরাম খান

‘সাকিব আইপিএলে খেলতে চায়। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সে সম্প্রতি আমাদের একটি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনও আগ্রহ নেই, তাকে জোরাজুরি করার কোনও মানে নেই।’–আকরাম খান এভাবেই গণমাধ্যমে শ্রীলঙ্কা সফরে সাকিবের ছুটি চাওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন।
কিন্তু সাকিবের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তার ছুটির ভুল ব্যাখ্যা দিয়েছেন। স্পষ্ট করে সাকিব জানিয়েছেন, আকরাম খান তার আবেদন করা চিঠি না পড়েই গণমাধ্যমে কথা বলেছেন। 

শনিবার রাতে দারাজ ও ক্রিকফেঞ্জির আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।’ 

সাকিবের এমন বক্তব্যে বিসিবির প্রতিক্রিয়া কী? রোববার সকাল থেকে একাধিকবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। আকরাম খানও গণমাধ্যম এড়িয়েছেন। তবে দুপুরের পর তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমরা বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’ 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়