ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাভির জায়গা এখন মেসির দখলে 

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২২ মার্চ ২০২১  
জাভির জায়গা এখন মেসির দখলে 

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল জাভি হারনান্দেজের। এবার তাকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই বার্সার হয়ে সর্বোচ্চ ৭৬৮ খেলার কৃতিত্ব অর্জন করেন মেসি।

এর আগে হুয়েস্কার বিপক্ষে খেলতে নেমে জাভিকে স্পর্শ করেন বার্সা সুপারস্টার। স্পেনের বিশ্বকাপজয়ী জাভি খেলেছেন ৭৬৭ ম্যাচ।

বার্সার হয়ে মেসি খেলতে নামেন ২০০৫ সালে। এর পরে রেকর্ড করে নাম লেখান ইতিহাসের পাতায়। এখন পর্যন্ত ৭৬৮ ম্যাচে খেলে জয় পেয়েছেন ৫৩৭ ম্যাচে, ড্র ১৪০ ম্যাচে ও হার ৯১ ম্যাচে।

৭৬৮ ম্যাচের মধ্যে লা লিগায় ৫১১, কোপা ডেল রেতে ৭৯, স্প্যানিশ সুপার কাপে ২০ ও চ্যাপিয়নস লিগে খেলেন ১৪৯ ম্যাচ। শুধু ম্যাচ সংখ্যা নয় গোলের রেকর্ডও তার দখলে। বার্সার হয়ে এখন পর্যন্ত ৬৬৩ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।

এর আগে ছোঁয়ার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন মেসি। তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে এতগুলো ম্যাচ খেলার কীর্তি গড়াটা বিশাল সম্মানের। আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই, যারা এতগুলো বছর আমাকে সঙ্গ দিয়েছে এবং আমার পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ দেই।’

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়