ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাইফের সেঞ্চুরি, আলাউদ্দিন বাবুর ৪ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২২ মার্চ ২০২১  
সাইফের সেঞ্চুরি, আলাউদ্দিন বাবুর ৪ উইকেট

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরি এলো সাইফ হাসানের ব্যাট থেকে। সোমবার লিগের প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের ওপেনার পেয়েছেন সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি পেয়েছেন ঢাকা বিভাগের অধিনায়ক নাদীফ চৌধুরী। তাদের দুজনের ব্যাটে ঢাকা বিভাগ বিকেএসপিতে রংপুর বিভাগের বিপক্ষে তুলেছে ৮ উইকেটে ২৯৭ রান। বল হাতে ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আলাউদ্দিন বাবু। 

ব্যাট-বলের লড়াইয়ে বিকেএসপিতে দারুণ সময় কাটাল দুই দল। ঢাকা বিভাগের দুই ওপেনার রানে খাতা খুলতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে রনি তালুকদারকে এলবিডব্লিউ করেন মুকিদুল ইসলাম। আব্দুল মজিদকে ফিরিয়ে উইকেটের খাতা খুলেন আলাউদ্দীন বাবু। 

তৃতীয় উইকেটে সাইফ ও অঙ্কন জুটি বাঁধেন। ৭৯ রান যোগ করেন তারা। অঙ্কন হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে মাহমুদুল হাসানের বলে এলবিডব্লিউ হন। এরপর তাইবুর পারভেজ ও শুভাগত হোম ১০ রানের দুটি ইনিংস খেলে বিদায় নেন। ১৪৩ রানে ৫ উইকেট নেই ঢাকা বিভাগের। সেখান থেকে সাইফ ও নাদীফ দলের হাল ধরেন। ১৩৭ রানের জুটিতে ঢাকা বড় সংগ্রহের পথে ছিল। 

কিন্তু নতুন বল নিয়ে আলাউদ্দিন বাবুর এক ওভারে উলটপালট সব। ৮১তম ওভারে ডানহাতি পেসার ফেরান সেঞ্চুরিয়ান সাইফ হাসানকে। ২৩৩ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৭ রান করেন সাইফ। ওই ওভারের পঞ্চম বলে নাদিফ আউট হন ৬৯ রানে। শেষ বিকেলে এ পেসার নেন নাজমুল ইসলাম অপুর উইকেটও। দ্রুত ৩ উইকেট নিয়ে আলাউদ্দিন রংপুরকে লড়াইয়ে ফেরান। 

আরাফাত সানী ৮ ও সুমন ইসলাম ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। 

ঢাকা/ইয়াসিন

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়