ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিততে হলে নিউ জিল্যান্ডকে রেকর্ড গড়তে হবে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৩ মার্চ ২০২১   আপডেট: ১৪:০০, ২৩ মার্চ ২০২১
জিততে হলে নিউ জিল্যান্ডকে রেকর্ড গড়তে হবে

বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলে নিউ জিল্যান্ডের রেকর্ড গড়তে হবে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২৬১ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই।

দ্বিতীয় ইনিংসে এই রানের বেশি রান হলেও জয় পায়নি পরে ব্যাটিং করা দল। স্বাগতিকদের আজ রেকর্ড গড়ার হাতছানি। বাংলাদেশকেও এ পরিসংখ্যান আশা দেখাতে পারে। যদি সত্যিই বাংলাদেশ জিতে যায় তাহলে নিউ জিল্যান্ডে স্বাগতিকদের প্রথমবার হারাবে।

২০১৪ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে কেনিয়ার দেওয়া ২৬১ রান তাড়া করে জিতেছিল স্কটল্যান্ড। এছাড়া দ্বিতীয় ইনিংসে এ মাঠে সর্বোচ্চ সংগ্রহ ২৮৩। নিউ জিল্যান্ডের দেওয়া ২৯০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০১৭ সালে ২৮৩ রান করেছিল।

বাংলাদেশ এ মাঠে ২০১৬ সালে দ্বিতীয় ইনিংসে ২৬৪ রান করেছিল। সেবার টম ল্যাথামের ১৩৭ রানের ইনিংসে ভর করে কিউইরা করেছিল ৩৪১ রান।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়