ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মার্শালের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর লিড

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৩ মার্চ ২০২১  
মার্শালের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর লিড

সেঞ্চুরি দিয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের যাত্রা শুরু করলেন মার্শাল আইয়ুব। তার প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরিতে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা।

মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রোর রান ৭ উইকেটে ৩২৪। মার্শালের ব্যাট থেকে এসেছে ১১২ রান। জাহিদুজ্জামান খান ৬০, জাবিদ হোসেন ৪১ রানে সাজঘরে ফিরেছেন। শহীদুল ইসলাম ৪২ ও আবু হায়দার রনি ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এর আগে বরিশাল বিভাগ প্রথম দিন ২৪১ রানে গুটিয়ে যায়। ঢাকার এখন পর্যন্ত লিড ৮৩ রান।

জাহিদুজ্জামান ৭ ও শামসুর ১২ রানে দিন শুরু করেন। কিন্তু দিনের শুরুতেই শামসুর ফেরেন সাজঘরে। সোহাগ গাজীর বলে আবু সায়েমের হাতে ক্যাচ দেন ২৩ রানে। তৃতীয় উইকেটে মার্শাল ও জাহিদুজ্জামান ৯৩ রানের জুটি গড়েন। তাতে ঢাকা বড় সংগ্রহের ভিত পায়। এ সময়ে তারা দুইজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। 

মধ্যাহ্ন বিরতির পর এ জুটি ভাঙে রান আউটে। ওপেনার জাহিদুজ্জামান ৬০ রানে রান আউট হন। এরপর আল-আমিন দ্রুত সাজঘরের পথ ধরেন। বরিশালের অধিনায়ক রাব্বীর বলে আশরাফুলের হাতে ক্যাচ দেন ৮ রানে। পঞ্চম উইকেটে মার্শালের সঙ্গী উইকেট কিপার ব্যাটসম্যান জাবিদ। তাদের ৮৩ রানের জুটি গড়ার পথে মার্শাল তুলে নেন সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি বড় করার পথে ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু তানবীর ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হন ১১২ রানে। ১৬৫ বলে ১৩ বাউন্ডারিতে মার্শাল ইনিংসটি সাজান।  

জাবিদ হাফ সেঞ্চুরির পান ৯ রানের জন্য। ৪১ রানে তাকে রাব্বী আউট করেন। লেগ স্পিনার বিপ্লব পারেননি রানের খাতা খুলতে। দিনের শেষ ঘণ্টায় ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েন শহীদুল ও রনি। দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান ৬০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন। তাদের ব্যাটে ঢাকা মেট্রোর লিড কতদূর  যায় জানা যাবে বুধবার

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়