ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেঞ্চুরি দিয়ে ফিরলেন নাসির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২৪ মার্চ ২০২১   আপডেট: ১৫:৪৮, ২৪ মার্চ ২০২১

মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় নাসির হোসেন ছিলেন বিতর্কিত। ২২ গজে ফেরার আগে জানিয়েছিলেন, মাঠের বাইরের কোনো ঘটনা তার খেলায় প্রভাব পড়বে না। 

নিজের কথা রাখলেন নাসির। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে নাসির হোসেন পেলেন সেঞ্চুরির স্বাদ। বুধবার বিকেএসপিতে রংপুর বিভাগের এ ক্রিকেটার ঢাকা বিভাগের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। ৯৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন। 

দিনের শুরু থেকেই ছিলেন সতর্ক। আলগা কোনো শট খেলেননি। নেননি বাড়তি ঝুঁকি। নাজমুল ইসলাম অপুর বল আলতো টোকায় মিড উইকেটে পাঠিয়ে ৯৯ থেকে শতরানে পৌঁছান নাসির। সেঞ্চুরির পর উদযাপন করেননি। ড্রেসিংরুমের দিকে ব্যাটও ওঠাননি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি। গত লিগের পঞ্চম রাউন্ডেও ঢাকা বিভাগের বিপক্ষে বগুড়ায় ১৬১* করেছিলেন। এবার তাদের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সবশেষ ২০১৮ সালে জাতীয় দলে খেলা নাসির। 

ঢাকা বিভাগের করা ৩৬৫ রানের জবাবে ব্যাটিং করছে রংপুর বিভাগ। এ প্রতিবেদন লিখা পর্যন্ত রংপুরের রান ৮ উইকেটে ২১৫। দিনের শুরুতে অপুর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আলাউদ্দীন বাবু।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়